Logo
Logo
×

বিনোদন

বক্স অফিস শীর্ষে ‘ডেডপুল এন্ড উলভারিন’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০২:০৫ পিএম

বক্স অফিস শীর্ষে ‘ডেডপুল এন্ড উলভারিন’

বক্স অফিস শীর্ষে ‘ডেডপুল এন্ড উলভারিন’

মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো মুভি ‘ডেডপুল এন্ড উলভারিন’ আবারো বক্স অফিসের শীর্ষ স্থান দখল করেছে। শুক্রবার (২৩ আগস্ট) এটি প্রেক্ষাগৃহে  চতুর্থ সপ্তাহ পার করে। এসময়ে এসে সিনেমাটি আয় করেছে অন্তত ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার।

গত সপ্তাহে নতুন মুক্তি পাওয়া ‘এলিয়েন: রোমুলাস’ সিনেমা শীর্ষ স্থান দখল করলেও, এবার ‘ডেডপুল এন্ড উলভারিন’ সেই স্থান পুনরুদ্ধার করেছে। ছবিটি ইতোমধ্যে বিশ্বব্যাপী ১.১৫৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা এটিকে সর্বকালের অষ্টম সর্বোচ্চ আয়কারী সুপারহিরো মুভি হিসেবে স্থান করে দিয়েছে।

অন্যদিকে, ‘এলিয়েন: রোমুলাস’ ৪.৫ মিলিয়ন ডলার আয় করে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ৮০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই সাই-ফাই-হরর মুভিটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রে ৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে।

কলিন হুভারের ২০১৬ সালের উপন্যাস অবলম্বনে নির্মিত রোমান্টিক ড্রামা ‘ইট এন্ডস উইথ আস’ তৃতীয় স্থানে অবস্থান করছে, ৩.৮২৫ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। ছবিটি ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনির মধ্যে সম্পর্কের গুঞ্জনের জন্য বেশি আলোচিত হয়েছে। বালডোনি, যিনি এই মুভির পরিচালকও ছিলেন, জানান যে ছবিটির সিক্যুয়েল করার পরিকল্পনা রয়েছে তার।

জোয়ে ক্রাভিটজের প্রথম পরিচালিত ছবি ‘ব্লিঙ্ক টুয়াইস’, যা তার বাগদত্তা চ্যানিং টাটুম অভিনীত। ছবিটি ২.৯ মিলিয়ন ডলার আয় করে চতুর্থ স্থানে রয়েছে। ছবিটি একটি প্রাইভেট আইল্যান্ড থ্রিলার, যা দর্শকদেরকে মুগ্ধ করেছে।

বাইবেলিকাল ড্রামা ‘দ্য ফোরজ’ অবস্থান করছে পঞ্চম স্থানে। ছবিটি  ইতোমধ্যে ২.৪২৫ মিলিয়ন ডলার আয় করেছে। এটি ২০১৫ সালের ‘ওয়ার রুম’ সিনেমার সিক্যুয়েল, যা যুক্তরাষ্ট্রে ৬৮ মিলিয়ন ডলার আয় করে। ছবিটির পরিচালনায় ছিলেন কেনড্রিক ব্রাদার্স। তিনি ওয়াশিংটন টাইমস কে তাদের ‘সবচেয়ে সম্পূর্ণ এবং পরিপূর্ণ কাজ’ হিসেবে দ্য ফোরজের নাম উল্লেখ করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন