Logo
Logo
×

বিনোদন

গুলিবিদ্ধ গোবিন্দর জবানবন্দিতে সন্তুষ্ট হতে পারেনি পুলিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৪৩ পিএম

গুলিবিদ্ধ গোবিন্দর জবানবন্দিতে  সন্তুষ্ট হতে পারেনি পুলিশ

গুলিবিদ্ধ গোবিন্দর জবানবন্দিতে সন্তুষ্ট হতে পারেনি পুলিশ

নিজের রিভলভারের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলিউড অভিনেতা গোবিন্দকে। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন তিনি। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গোবিন্দর দেয়া জবানবন্দিতে সন্তুষ্ট হতে পারেনি মুম্বাই পুলিশ। গোবিন্দ নিজের ভুলেই গুলিবিদ্ধ হয়েছেন নাকি এ ঘটনার জন্য অন্য কেউ দায়ী? এমন প্রশ্ন রহস্যের জাল বুনেছে তাদের মাথায়।

হিন্দুস্তান টাইমসের সূত্র হতে জানা যায়, পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ সমান্তরালভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা বুধবার হাসপাতালে গোবিন্দের সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞাসাবাদ করেন, অভিনেতার জবাব সন্তুষ্ট করতে পারেনি তাদেরকে।

পুলিশকে গোবিন্দ জানান, ওই বন্দুকটি ২০ বছরের পুরোনো। তিনি বের হওয়ার আগে পরিষ্কার করছিলেন। তখনই এই ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে পুলিশ বলেন, অভিনেতা মিথ্যা বলছেন, এমন নয়। কিন্তু তার কথায় অসঙ্গতি রয়েছে। এরইমধ্যে গোবিন্দর মেয়ে টিনা আহুজাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিষয়টি পরিষ্কার করতে ফের রেকর্ড করা হতে পারে গোবিন্দর বয়ান।

গত ১ অক্টোবর ভোর পাঁচটার দিকে কলকাতায় শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ। তখন পিস্তল পরিষ্কার করার সময় ভুলবশত গুলি বেরিয়ে হাঁটুতে লাগে তার। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

হাসপাতালের আইসিইউ থেকেই ভক্তদের উদ্দেশে একটি অডিওবার্তায় অভিনেতা বলেন, আমি গোবিন্দ। ভক্ত, ভগবান ও অভিভাবকদের আশীর্বাদে একটু ভালো আছি। আমার পায়ে গুলি লেগেছে। গুলি বের করা হয়েছে। চিকিৎসক আগারওয়ালের কাছে আমি কৃতজ্ঞ। যারা আমার দ্রুত আরোগ্য কামনা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন