সালমানের বিয়ের প্রস্তাব পেয়েছিল ‘হীরামন্ডি’র যে অভিনেত্রী
অনলাইন
প্রকাশ: ২০ মে ২০২৪, ০২:৩২ পিএম
বর্তমানে ওটিটি দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ‘হীরামন্ডি’ সিরিজটি। আর ‘হীরামন্ডি’ সিরিজে নাম লেখানোর পর থেকে চর্চায় রয়েছেন অভিনেত্রী শারমিন সেগাল। সঞ্জয় লীলা ভন্সালীর ভাগ্নি এই অভিনেত্রী। জানা যায় সালমান খানের কাছ থেকে বিয়ের প্রস্তাবও নাকি পেয়েছেন এই অভিনেত্রী।
এক সময় সালমান খানের সঙ্গে দেখা হয়েছিল তার। সালমান নাকি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
জীবনে প্রথম কোনো সেলেব্রিটির সঙ্গে সাক্ষাৎ হয়? এই প্রশ্ন করার পরই শারমিন নাম নেন সালমানের। তখনই নাকি সালমান মজার ছলে বিয়ের প্রস্তাব দেন শারমিনকে।
সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির সেটে সালমানের সঙ্গে প্রথম দেখা হয়ে শারমিনের। তখন অভিনেত্রীর বয়স ২-৩ বছর।
শারমিন বলেন, আমার তখন ২-৩ বছর বয়স। সালমান আমায় জিজ্ঞাসা করেছিলেন, ‘তুমি আমায় বিয়ে করবে?’ আমি সঙ্গে সঙ্গে উত্তরে বলেছিলাম, ‘না’।’’