Logo
Logo
×

বিনোদন

‘মুজিব’ সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল মারা গেছেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম

‘মুজিব’ সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল মারা গেছেন

ছবি : সংগৃহীত

ভারতের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ের ওয়াকহার্ট হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, ১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন শ্যাম বেনেগাল। ‘মন্থন’, ‘অংকুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’সহ অনেক ছবি পরিচালনা করেছেন তিনি। ৯০ বছর বয়সে পদার্পণ করেও নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন এই নির্মাতা।  

শ্যাম বেনেগালের পরিচালনায় ২০২৩ সালে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয় সিনেমাটি। এতে দুই দেশের একাধিক নামীদামি তারকা অভিনয় করেন। হাতে ছিল বেশ কয়েকটি কাজ। কিন্তু এর মাঝেই না ফেরার দেশে চলে গেলেন।

গত ১৪ ডিসেম্বর ঘটা করে ৯০তম জন্মদিন পালন করেন শ্যাম বেনেগাল। এ নিয়ে তিনি বলেন, আমরা সবাই বৃদ্ধ হই। এটা এমন বড় কিছু নয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন