‘সিকান্দার’–এর টিজার মুক্তির দিন পেছালেন সালমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
বলিউড তারকা সালমান খান তাঁর ৫৯তম জন্মদিন উপলক্ষে নিজের পরবর্তী সিনেমা সিকান্দার-এর টিজার প্রকাশের পরিকল্পনা করেছিলেন। বৃহস্পতিবার এক ঝলক প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। তবে, সেই রাতেই ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর খবরে শোকাচ্ছন্ন হয়ে পড়ে পুরো বলিউড। এমন পরিস্থিতিতে টিজার প্রকাশ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সিনেমাটির প্রযোজনা সংস্থা।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, "শ্রদ্ধেয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংজির প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করছি। এই দুঃখজনক পরিস্থিতিতে সিকান্দার-এর টিজার প্রকাশ স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, টিজারটি মুক্তি পাবে আগামীকাল, ২৮ ডিসেম্বর, ভারতীয় সময় সকাল ১১টা ৭ মিনিটে।"
বলিউডের ঐতিহ্য অনুযায়ী, উৎসবের সময় বড় তারকাদের সিনেমা মুক্তি পায়। বিশেষ করে ঈদে সালমান খানের ছবি মানেই সুপারহিট। যদিও চলতি বছরে ঈদে তাঁর কোনো সিনেমা মুক্তি পায়নি, তবে অনুরাগীদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন, আগামী বছরের ঈদে মুক্তি পাবে তাঁর নতুন ছবি সিকান্দার।
এদিকে, গত কয়েক মাস ধরে সালমান খান বারবার প্রাণনাশের হুমকির মুখে পড়ছেন। এপ্রিল মাসে তাঁর বাড়ি গ্যালাক্সির সামনে গুলিবর্ষণের ঘটনা এবং হত্যার পরিকল্পনার তথ্য উঠে এসেছে। কখনো ফোনে, কখনো হোয়াটসঅ্যাপে, আবার কখনো চিঠির মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তবে এসব হুমকি নিয়ে বেশি ভাবিত নন সালমান। তাঁর পুরো মনোযোগ এখন সিকান্দার সিনেমার দিকেই। এমনকি গুলিবর্ষণের ঘটনার পরও তিনি নিজের শিডিউলে কোনো পরিবর্তন আনেননি।
উল্লেখ্য, এই সিনেমায় সালমান খান প্রথমবারের মতো রাশমিকা মান্দানার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন, যা ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে।