Logo
Logo
×

বিনোদন

কলকাতায় কেমন ঝড় তুলেছে শাকিব-মিমির ‘তুফান’?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১০:৪৬ এএম

কলকাতায় কেমন ঝড় তুলেছে শাকিব-মিমির ‘তুফান’?

শুক্রবার (৫ জুলাই) ভারতজুড়ে মুক্তি পেয়েছে ‘তুফান’। ছবি : সংগৃহীত

কলকাতা শহরের ব্যস্ততম মোড় থেকে অলিগলি, কলকাতার মেট্রো স্টেশনের দেওয়ালে- সবখানে শোভা পাচ্ছে ‘তুফান’ সিনেমার পোস্টার ও বিলবোর্ড।

সব বাধা কাটিয়ে অবশেষে শুক্রবার (৫ জুলাই) ভারতজুড়ে মুক্তি পেয়েছে ‘তুফান’। কলকাতায় সিনেমার ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে টালিগঞ্জের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

পশ্চিমবঙ্গের ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুফান’। কলকাতা লেক মল, স্টার থিয়েটার, সাউথ সিটি মলে মুক্তি পেয়েছে ‘তুফান’। পশ্চিমবঙ্গে ‘তুফান’ সিনেমা মুক্তি ঘিরে তুফান এরই মধ্যে সেখানকার সংবাদমাধ্যমে শিরোনামে এসেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সবমিলিয়ে কলকাতায় বেশ সাড়া ফেলেছে ছবিটি। তবে প্রথম দিনে কত টাকা আয় করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

তুফানের প্রচারে অংশ নিতে গত বৃহস্পতিবার ৪ জুলাই কলকাতায় হাজির হয়েছিলেন শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিল, পরিচালক রাফি। প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, ‘সিনেমাটি নিয়ে কলকাতায় দর্শকের মাঝে দারুণ উচ্ছ্বাস-উদ্দীপনা দেখাতে পাচ্ছি। সিনেমার পোস্টারে ছেয়ে গেছে কলকাতা। কলকাতা নেমেই মনটা ভালো হয়ে গেছে। সিনেমাটি সম্পর্কে কলকাতার মানুষ এরই মধ্যে জেনে গেছে।’

তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের মুক্তির পর হিন্দিতে ডাবিং করে ভারতজুড়েই তুফান মুক্তির পরিকল্পনা রয়েছে আমাদের।’

বৃহস্পতিবার রাতে কলকাতার সাউথ সিটি মলে সিনেমাটির কলকাতার প্রিমিয়ার হয়েছে। এতে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস পরিচালক ও সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, প্রযোজক শাকিল, পরিচালক রাফি শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তীসহ কলকাতার টলিউডের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা উপস্থিত ছিলেন।

এদিনের প্রিমিয়ারে অভিনেতা শাকিব খান বলেন, ‘আমরা যদি ‘পুষ্পা-২’ এর জন্য অপেক্ষা করতে পারি, আমরা আমাদের বাংলা কমার্শিয়াল সিনেমা কেন দেখতে পারব না। আর কমার্শিয়াল সিনেমা ছাড়া হাজার কোটির ক্লাবে যাওয়া যায় না।’

শাকিব খান আরও বলেন, ‘এ সিনেমা ডাইরেকশন দিয়েছেন রায়হান রাফি। ওকে সবাই হিট মেশিন বলে। আপনারা হলে গিয়ে সিনেমা দেখুন আপনাদের ভালো লাগবে।’

এদিনের প্রিমিয়ামে টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা বাংলা সিনেমার পাশে দাঁড়ান- এই অনুরোধ করেন।

একই দিন থেকে ভারতসহ যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, কাতার, আবুধাবিসহ একাধিক দেশের থিয়েটারে মুক্তি পেয়েছে তুফান। জানা গেছে ইতালিসহ আরও কয়েকটি দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে।

শাকিব খান, মিমি চক্রবর্তীসহ এ সিনেমায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, নাবিলা, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, ফজলুর রহমান বাবুসহ আরও অনেক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন