Logo
Logo
×

বিনোদন

লাইফ সাপোর্টে কিংবন্দন্তি চিত্রনায়িকা অঞ্জনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯ পিএম

লাইফ সাপোর্টে কিংবন্দন্তি চিত্রনায়িকা অঞ্জনা

খ্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গত বছরের ডিসেম্বর থেকে জ্বরে আক্রান্ত হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চেকআপে তার রক্তে ইনফেকশন ধরা পড়ে। এক সপ্তাহের বেশি সময় চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

পরে, বুধবার (১ জানুয়ারি) তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় এবং সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালে কিংবদন্তি এই নায়িকার পাশে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আহম্মেদ তেপান্তর। তিনি বলেন, অঞ্জনা আপার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং তার উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় সহায়তা প্রয়োজন। তার চিকিৎসা খরচ বহন করার মতো সামর্থ্য নেই।

অঞ্জনা একজন গুণী চলচ্চিত্র তারকা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি দেশের নাম উজ্জ্বল করেছেন। রাষ্ট্রের উচিত এই সংকটাপন্ন অবস্থায় তার পাশে দাঁড়ানো।

চিত্রনায়ক ও প্রযোজক সোহেল রানার হাত ধরে সিনেমায় পথচলা শুরু করেন অঞ্জনা। তার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্রের মাধ্যমে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’, যেখানে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।

ক্যারিয়ারে অঞ্জনা তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য তিনি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেও তিনি সুনাম অর্জন করেছেন। এছাড়াও, একজন নৃত্যশিল্পী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন অঞ্জনা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন