Logo
Logo
×

বিনোদন

বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম

বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শি

ছবি : সংগৃহীত

রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ থেকে আলোচনায় আসেন সাবরিনা পড়শী। তার গানের জগতে পথচলা সেখান থেকেই শুরু হয়। বর্তমানে তিনি নিয়মিত স্টেজ শো করছেন এবং নতুন গান প্রকাশ করছেন, যা তাকে গানের ব্যস্ততায় ঘিরে রেখেছে।

এমন ব্যস্ততার মধ্যেই জানা গেছে, পড়শী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র পড়শী ও নিলয়ের বিয়ের খবরটি নিশ্চিত করেছে।

জানা গেছে, পড়শী ও নিলয় প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় তারা একই আসরে অংশ নেন। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে এসে কিছু সময় অবস্থান করে। সেই সময় পড়শী ও নিলয়ের পরিবারের মধ্যে তাদের বিয়ের বিষয়ে আলোচনা হয়। পরে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। তবে বিয়ে নিয়ে এখনই কোনো পক্ষই সংবাদ প্রকাশ্যে আনতে আগ্রহী নয়।

পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, খবরটি এখনই প্রকাশ্যে আনতে চান না তারা। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছু বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও কিছু জানাতে চাননি পড়শীর পরিবার।

গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পড়শী। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। গত বছর ইমরানের সঙ্গে তার দ্বৈত গান ‘কথা একটাই’ বেশ আলোচিত হয়। এছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পাবেন দর্শকেরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন