নতুন বছরের সূচনার সঙ্গেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন জনপ্রিয় গায়ক তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে যুক্ত হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের বিয়ের খবর ভাইরাল হয়ে যায় এবং সপ্তাহজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
তাহসান এবং রোজা বর্তমানে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন। গত ৭ জানুয়ারি সকালে দেশের একটি এয়ারলাইন্সের বিমানে মালদ্বীপের উদ্দেশ্যে উড়াল দেন তারা। সাগরের নীল জলে এবং সাদা বালিতে মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো উপভোগ করছেন এই দম্পতি।
রোজা আহমেদ কিছু মধুচন্দ্রিমার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, রোজা মালদ্বীপের সাদা বালিতে লাল গাউন পরিহিত অবস্থায় সাগরের পারে অবস্থান করছেন, যা এক দৃষ্টিতে রূপকথার পরীর মতো মনে হয়।
গত ৪ জানুয়ারি তাহসান রোজা আহমেদকে বিয়ে করেন। গায়ে হলুদের ছবি প্রকাশের পর বিয়ের ছবিও প্রকাশ করে সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন তাহসান।
রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করেছেন ও কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন। পরবর্তীতে তিনি নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন।