Logo
Logo
×

বিনোদন

ডেট করছেন ৫৪ বছরের মণীষা কৈরালা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:৩৯ এএম

ডেট করছেন ৫৪ বছরের মণীষা কৈরালা!

মণীষা কৈরালা

৯০ দশকে মণীষা কৈরালা ছিলেন প্রথম সারির অভিনেত্রীদের অন্যতম। তার পাহাড়ি সৌন্দর্য ও অসাধারণ অভিনয় দক্ষতা দর্শকদের মনে আজও ভাস্বর। দীর্ঘদিন ধরে তিনি ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন, তবুও তার ভক্তদের মধ্যে কৌতূহল কমেনি।

বিভিন্ন সময় ভক্তরা জানতে চান, ৫৪ বছর বয়সী এই অভিনেত্রী এখনও কি সিঙ্গেল নাকি কোনো সম্পর্কে রয়েছেন? পিঙ্কভিলার সঙ্গে এক সাক্ষাৎকারে মণীষাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি সঙ্গীর অভাব বোধ করেন? উত্তরে তিনি বলেন, ‘কে বলেছে আমার পার্টনার নেই।’

এ কথা বলে তিনি হেসে ওঠেন। প্রেমের বিষয়ে মণীষা আরও বলেন, ‘আমি নিজেকে এবং আমার জীবনকে ভালোভাবে বুঝি। যদি কোনো সঙ্গী আমার জীবনে আসে, তার জন্য নিজের জীবনযাত্রার সঙ্গে আপস করতে পারব না। আমার যে জীবনযাত্রার মান রয়েছে তা ছেড়ে দিতে চাই না। সঙ্গী যদি এর সঙ্গে মানিয়ে নিতে পারে, আমি খুশি। তবে এখন আমি যেমন আছি, তাতে কোনো পরিবর্তন চাই না।’

সাক্ষাৎকারে মণীষা আরও জানান, তিনি স্বাধীনভাবে জীবনযাপন করতে পছন্দ করেন এবং ভবিষ্যতেও এভাবেই জীবন কাটাবেন।

২০১০ সালে মণীষা কৈরালা নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দুই বছরের মধ্যেই তাদের বিবাহবিচ্ছেদ হয়। সেই বছরই মণীষার ডিম্বাশয়ের ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন।

প্রসঙ্গত, মণীষা কৈরালা নেপালের ২২তম প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন