আলোচিত নারী উদ্যোক্তা তনির স্বামী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:১৮ পিএম
ছবি : সংগৃহীত
আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ জানুয়ারি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি তনি নিজেই নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যমে ফেসবুকে এক পোস্টে তনি জানান, "সে আর নেই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।"
এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। সেখানে তনির ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা শোক প্রকাশ করছেন।
ব্যাংককের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তনির স্বামী শাহাদাৎ হোসাইন। গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান। দুই মাস ধরে তনি দুই দেশে যাতায়াত করছিলেন।
তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী। শাহাদাৎ হোসাইন ৩৮ বছরের বড় হওয়ায় তনি সবসময় সমালোচনার শিকার হতেন। ফেসবুক লাইভে এলে নানা ট্রলের মুখেও পড়তেন এই নারী উদ্যোক্তা। তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই। তিনি বলেছেন, দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান।
শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তনি। এরপর ভালোবেসে বিয়ে করেন অসমবয়সী শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক হয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বুলিং এর শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তনি। দেশজুড়ে তার ১২টি শোরুম রয়েছে। তবে এই যাত্রা তার জন্য মোটেও সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন ফ্যাশন হাউস 'সানভিস বাই তনি'-এর স্বত্বাধিকারী।