Logo
Logo
×

বিনোদন

ধূমপান ছেড়েছেন আমির খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:৩০ পিএম

ধূমপান ছেড়েছেন আমির খান

আমির খান

আমির খানের ছেলে জুনায়েদ খান অভিনীত ছবি ‘লভেয়াপা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিতে জুনায়েদের বিপরীতে অভিনয় করেছেন খুশি কাপুর। ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আমির নিজেই উপস্থিত ছিলেন।

সেখানে জীবনের একটি বড় সিদ্ধান্তের কথা জানান আমির খান। তিনি ধূমপান ছেড়ে দিয়েছেন। জুনায়েদের বলিউডে সাফল্যের বিনিময়ে দীর্ঘদিনের অভ্যাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

আমির খান জানান, বেশ কিছুদিন ধরেই তিনি সিগারেটের নেশা ত্যাগ করার কথা ভাবছিলেন। অবশেষে ছেলের প্রথম ছবি মুক্তির আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

আমিরের কথায়, "আমি ধূমপান ছেড়ে দিয়েছি। অনেক বছর ধরে সিগারেট খাচ্ছি, এখন আমি একটি পাইপে সুইচ করেছি। তামাক স্বাস্থ্যের জন্য ভাল নয়। কারও এটা করা উচিত নয়।"

তিনি আরও বলেন, "আমি একপ্রকার মানত করেছিলাম। এই ছবি সফল হোক বা না হোক, আমি একজন বাবা হিসেবে নিজের দিক থেকে ধূমপান ছেড়ে দেব।"

প্রসঙ্গত, গত বছর নেটফ্লিক্সে ‘মহারাজ’ দিয়ে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন জুনায়েদ খান। এবার প্রেক্ষাগৃহে তার বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। এদিকে আমিরকে এরপর ‘সিতারে জমিন পার’ ছবিতে দেখা যাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন