নিজ বাড়িতেই দুর্বৃত্তদের হামলায় আহত সাইফ আলি, হাসপাতালে ভর্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৩৩ এএম
বলিউড অভিনেতা সাইফ আলি খান। ছিবি : সংগৃহীত
বলিউড অভিনেতা সাইফ আলি খান দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন। বুধবার দিনগত রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে এই হামলার শিকার হন তিনি। মারাত্মক জখম অবস্থায় রাত ৩টার দিকে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ২টার দিকে বান্দ্রার সৎগুরু শরণ বিল্ডিংয়ে সাইফের বাসায় একদল দুর্বৃত্ত ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। বাড়ির সবাই গভীর ঘুমে থাকায় তারা নির্বিঘ্নে ভেতরে ঢোকে। শব্দ পেয়ে পরিবারের সদস্যরা জেগে উঠলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে যাওয়ার আগে তারা সাইফ আলি খানকে ছুরি দিয়ে আঘাত করে।
অভিনেতার স্ত্রী কারিনা কাপুর খান এবং তার দুই সন্তান তৈমুর ও জেহ তখন বাড়িতেই ছিলেন। তবে তাদের কেউ শারীরিকভাবে আঘাত পায়নি।
বান্দ্রা পুলিশ এবং মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এটি ডাকাতির উদ্দেশ্যে সংঘটিত একটি হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে সাইফ আহত হয়েছেন ছুরির আঘাতে নাকি ধস্তাধস্তির সময় তা এখনো স্পষ্ট নয়।
লীলাবতী হাসপাতালের ডাক্তার নীরজ উত্তমানি জানিয়েছেন, সাইফের শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি আঘাত গভীর। বিশেষ করে তার শিরদাঁড়ার কাছে গুরুতর আঘাত লেগেছে। তার অস্ত্রোপচারের জন্য নিউরো সার্জন, কসমেটিক সার্জন এবং অবেদনবিদদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সাইফের অস্ত্রোপচার করার কথা রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পরই জানা যাবে তার আঘাতের গভীরতা এবং পুনরুদ্ধারের সম্ভাবনা।
সাইফের সহকারীর পক্ষ থেকে অনুরাগীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তার শারীরিক অবস্থার আপডেট যথাসময়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
গত বছর জানুয়ারিতে শুটিংয়ের সময় পুরোনো আঘাত পুনরায় সক্রিয় হওয়ায় সাইফকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় হাঁটু এবং কনুইয়ের আঘাতের কারণে তার অস্ত্রোপচার করা হয়েছিল।
এই হামলার ঘটনায় সাইফের অনুরাগী এবং বলিউড মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার এবং ঘটনার সঠিক কারণ উদঘাটনে কাজ করছে।