Logo
Logo
×

বিনোদন

সোহেল তাজের বিয়ের ফটোশুটের ছবি ও ভিডিও ভাইরাল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৫৫ এএম

সোহেল তাজের বিয়ের ফটোশুটের ছবি ও ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ আবারও বিয়ে করেছেন। নেট দুনিয়ায় তাঁদের বিয়ের ফটোশুটের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।

পাত্রীর নাম শাহনাজ পারভীন শিমু, যিনি 'আয়রন গার্ল' হিসেবে পরিচিত। এক ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ ও শিমু মালাবদল করছেন। শিমুর বিয়ের পোশাকের সঙ্গে থাকা ওড়নায় লেখা ছিল 'সোহেল তাজের বৌ শিমু'।

জানা গেছে, ঠাকুরগাঁওয়ের মেয়ে শিমু মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার ফলে সোহেল তাজের সঙ্গে তাঁর সখ্যতা গড়ে ওঠে। উভয় পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়।

গত ডিসেম্বরে সোহেল তাজ ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়, তিনি হাঁটু গেড়ে শিমুর হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এই দৃশ্যটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।

কনে শাহনাজ পারভীন শিমু, যিনি সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন