বলিউড ছাড়ার গুঞ্জন প্রসঙ্গে যা বললেন নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম
নোরা ফাতেহি
নোরা ফাতেহি বলিউডে সুপরিচিত একজন অভিনেত্রী। ‘বাহুবলী’ থেকে ‘স্ত্রী’, বহু সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। নৃত্যশৈলীর মাধ্যমে তিনি ইতিমধ্যেই মন জয় করেছেন অসংখ্য দর্শকের।
বর্তমানে নোরা হলিউডে পা রাখতে যাচ্ছেন। সেখানে একটি মিউজিক অ্যালবামের কাজ করবেন তিনি। ইতিমধ্যে গুঞ্জন উঠেছে যে, নোরা চিরতরে অভিনয় ছেড়ে দেবেন এবং বলিউডও ত্যাগ করবেন। এবার সেই প্রসঙ্গে নিজেই মুখ খুলেছেন নোরা ফাতেহি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারো জন্য নিজের জায়গা ছেড়ে দেব, তবে আপনি ভুল করবেন। এটা ভাবা হাস্যকর। আমি এখানেও থাকব, ওখানেও থাকব, সর্বত্র থাকব। যেমন সিনেমায় অভিনয় করেছি, ঠিক তেমনি সংগীত জগতেও কাজ করব।’
নোরা আরও বলেন, ‘আমার জীবনে তিনটি জগৎ রয়েছে। আমি কানাডায় জন্মেছি, তাই এটি আমার প্রথম জগৎ। মরক্কোতে অনেকদিন ছিলাম, সেখানেও আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে। এবং শেষ পর্যন্ত ভারত, যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি। এই দেশের প্রতি আমার ভালোবাসা অপরিসীম।’
আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ নামক একটি মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন নোরা ফাতেহি। ডেরুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে নোরা বলেন, ‘শুরুর দিকে আমি ভীষণ লজ্জা পেতাম। আমি নিজেই প্রথমে গানটি রেকর্ড করেছিলাম। প্রথমে তার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি আমার। তবে যখন একসঙ্গে ভিডিওতে কাজ করেছি, তখন অনেক গল্প হয়েছে।’