৬ দিন পর বাড়ি ফিরলেন বলিউড নবাব সাইফ আলী খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম
ছবি: সংগৃহীত
ছয় দিন চিকিৎসার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। তবে তিনি তার পূর্ববর্তী ‘সৎগুরু শরণ’ আবাসনে নয়, সেখান থেকে কিছুটা দূরে অন্য একটি বাড়িতে উঠেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে হাসপাতাল পৌঁছান তার মা শর্মিলা ঠাকুর। কিছুক্ষণ পর কারিনা কাপুর খানও সেখানে আসেন। দুপুর ২টার পর সাইফকে হাসপাতালের বাইরে দেখা যায়। পরিবারের সদস্যরা কঠোর নিরাপত্তার মধ্যে তাকে বাড়ি নিয়ে যান।
চিকিৎসকরা জানিয়েছেন, সাইফকে আপাতত পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আগামী এক সপ্তাহ কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া নিষেধ, কারণ তার জখম এখনও পুরোপুরি সেরে ওঠেনি।
গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টা চালায় এক আততায়ী। সাইফ বাধা দিতে গেলে তার ওপর হামলা হয়। আহত অবস্থায় সাইফকে তার ছেলেরা দ্রুত অটোতে করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে সাইফের জরুরি অস্ত্রোপচার করা হয়। তার মেরুদণ্ড থেকে ৩ ইঞ্চি লম্বা ছুরির একটি টুকরো বের করা হয় এবং স্পাইনাল ফ্লুইড লিক বন্ধ করা হয়। হাসপাতাল অস্ত্রোপচারের সময় পাওয়া ধারালো বস্তুটির ছবিও প্রকাশ করে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম শরিফুল ইসলাম শেহজাদ। তার উদ্দেশ্য ছিল চুরি করা। ফ্ল্যাটে ঢোকার সময় সাইফের ঘুম ভেঙে যায়। বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে শরিফুল সাইফকে একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে পুলিশ শরিফুলকে আটক করে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।