আমাকে আমার বাচ্চাদের নিয়ে শান্তিতে থাকতে দেন : ইনফ্লুয়েন্সার তনি
![Icon](https://www.jugerchinta24.net/uploads/settings/iconicon-2-1716039510.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০ পিএম
![আমাকে আমার বাচ্চাদের নিয়ে শান্তিতে থাকতে দেন : ইনফ্লুয়েন্সার তনি](https://www.jugerchinta24.net/uploads/2025/02/online/photos/toni-679f1a4f9cf5b.jpg)
রোবাইয়াত ফাতিমা তনি
আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি সম্প্রতি জানান, "দয়া করে আমার সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।"
রবিবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামী সাদাদ রহমানের সাথে একটি ছবি পোস্ট করে তনি লেখেন, “আমাকে এবং আমার সন্তানদের শান্তিতে থাকতে দিন। আল্লাহর রহমতে, আমি জীবন এবং ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিশ্রম ও ধৈর্য করার মানসিকতা রাখি। সুতরাং, দয়া করে আমার জীবন নিয়ে এত ভাববেন না।”
তিনি আরও বলেন, “আমি সাদাদ রহমানের স্ত্রী ছিলাম, আছি এবং শেষ দিন পর্যন্ত এই পরিচয়ে থাকব, ইনশাল্লাহ। ভদ্রভাবে অনুরোধ করছি, আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না।”