Logo
Logo
×

বিনোদন

ফের হাসপাতালে সাইফ, এবারও অনুপস্থিত কারিনা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৬ এএম

ফের হাসপাতালে সাইফ, এবারও অনুপস্থিত কারিনা

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলি খান গত মাসে আততায়ীর ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর পাঁচদিন হাসপাতালে কাটান। সুস্থ হয়ে ফিরে আসার পর অনেকেই তার দ্রুত আরোগ্য লাভ নিয়ে নানা মন্তব্য করেন, কেউ কেউ এটিকে সাজানো ঘটনাও বলে আখ্যা দেন।

এই বিতর্কের মধ্যেই রোববার আবারও হাসপাতালে ছুটে গেলেন সাইফ। মুম্বাইয়ের সেই একই হাসপাতালে তাকে কড়া নিরাপত্তায় প্রবেশ করতে দেখা যায়। সাদা টি-শার্ট, রোদচশমা ও ব্যাকব্রাশ করা চুলে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাসপাতালে ঢোকেন তিনি। হামলার পর থেকে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে, যা এদিন আরও স্পষ্ট হয়ে উঠল।

তবে আশ্চর্যের বিষয়, এবারও তার সঙ্গে ছিলেন না স্ত্রী কারিনা কাপুর। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা সাইফকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন, পাশাপাশি নিয়মিত চেকআপের নির্দেশও দেন। সেই চেকআপের জন্যই তিনি হাসপাতালে যান বলে জানা গেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন