পরীমণির প্রেমে মগ্ন সাদী! কী বললেন পরী?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৪ পিএম

ছবি : সংগৃহীত
কিছুদিন আগে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আদালতে তার জামিনদার হিসেবে এক তরুণকে দেখা যায়। এরপর থেকেই নায়িকার সঙ্গে তাকে নিয়মিত দেখা যেতে থাকে, যা নিয়ে কৌতূহল তৈরি হয়।
পরে জানা যায়, ওই তরুণের নাম শেখ সাদী, পেশায় সংগীতশিল্পী। জামিনদার হয়ে আলোচনায় আসার পর থেকেই পরীমণির সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন ছড়াতে থাকে। যদিও দুজনই এ ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছেন।
এমন পরিস্থিতিতে সাদীর এক সাম্প্রতিক ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে নিজের কয়েকটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন— ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য।’
এই পোস্টের পরই নেটিজেনদের মধ্যে জল্পনা আরও বেড়ে যায়। বিষয়টি আরও রহস্যময় করে তোলে পরীমণির প্রতিক্রিয়া। পোস্টে তিনি একটি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া স্টিকারসহ ‘ওহ’ মন্তব্য করেন।
সাদীর পোস্ট ও পরীর মন্তব্যের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যের বন্যা বয়ে যায়।
কেউ লিখেছেন— "দুজনের জন্যই ভালোবাসা রইল।"
আরেকজন লিখেছেন— "আমাদের সন্দেহ ঠিক ছিল!"
অন্য একজন মন্তব্য করেন— "আগেই ধারণা করেছিলাম, আজ একদম স্পষ্ট হয়ে গেল!"
যদিও পরী ও সাদী প্রেমের গুঞ্জনকে বরাবরই উড়িয়ে দিয়েছেন, কিন্তু তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড ভক্তদের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে— তারা কি সত্যিই সম্পর্কে জড়িয়েছেন? নাকি এটি শুধুই বন্ধুত্ব?