Logo
Logo
×

বিনোদন

শামিম-তানিয়ার বিয়ের ছবি ভাইরাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম

শামিম-তানিয়ার বিয়ের ছবি ভাইরাল

ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা শামিম হাসান সরকার ও তানিয়া বৃষ্টিকে ঘিরে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। বিশেষ করে অভিনেত্রী অহনার সঙ্গে শামিমের দূরত্ব বাড়ার পর থেকেই শোনা যাচ্ছিল, তানিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। এবার সেই গুঞ্জনের মধ্যেই ভাইরাল হলো তাদের বিয়ের ছবি, যা দেখে রীতিমতো অবাক হয়েছেন ভক্ত-অনুরাগীরা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন শামিম, যেখানে বর-কনের সাজে দেখা যায় তাকে ও তানিয়া বৃষ্টিকে। তবে ছবির ক্যাপশনে কিছু না থাকায় অনেকে ভাবতে শুরু করেন, তারা হয়তো সত্যিই বিয়ে করেছেন! অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তাও আসতে থাকে মন্তব্যের ঘরে।

তবে গুঞ্জনের লাগাম টেনে ধরলেন শামিম নিজেই। তিনি পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, "অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি। চিয়ারস!"

তবে অনেকেই আগে থেকেই বিষয়টি আঁচ করতে পেরেছিলেন। শামিমের মন্তব্যের পর তারা মুখ খুলতে শুরু করেন। একজন মজার ছলে লিখেছেন, "এটা আগেই বুঝেছিলাম, তাই অভিনন্দন জানাইনি!" তার মতো একই মন্তব্য করেছেন আরও অনেকে।

সুতরাং, যারা শামিম-তানিয়ার বিয়ের খবরে চমকে গিয়েছিলেন, তারা যেন নিশ্চিত হন—এটি কেবলই একটি নাটকের শুটিংয়ের ছবি!

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন