ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পেঁপের ফেসপ্যাক
ত্বকের মসৃণতা ও উজ্জ্বলতা ফিরিয়ে দিতে পারে পেঁপে। পেঁপে খুব উপকারী একটি সবজি। এ ফল শুধু স্বাস্থ্যের জন্যই উপকার নয়, ত্বকের জন্যও পাকা পেঁপে খুব ভালো উপকারী। এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, যা হয়তো অনেকেই জানেন না। পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এনজাইম, প্যাপাইন থাকে, যা ত্বকের জন্য খুব ভালো। ত্বক উজ্জ্বল রাখতে ও বলিরেখা কমাতে পেঁপের জুড়ি মেলা ভার।
এছাড়া আপনার শরীর যদি খুব ক্লান্ত থাকে, তাহলে সেই ক্লান্ত ভাব দূর করবে পেঁপে। ত্বকের জন্য পেঁপে কী কী উপকারে আসে তা জেনে নেয়া যাক।
১. যদি আপনি মসৃণ ত্বক পেতে চান, তাহলে অবশ্যই পেঁপে ব্যবহার করতে পারেন। কারণ পেঁপেতে প্যাপাইন নামক এক প্রকার যৌগ থাকে। তাই পেঁপে কেটে মুখে মাখতে পারেন।
২. যদি আপনার ত্বকের কোষগুলোকে হাইড্রেট রাখতে চান, তাহলে পেঁপে মাখতে পারেন। পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই থাকে, যা আপনার ত্বক নরম রাখতে সাহায্য করবে।
৩. আপনার মুখের ব্রণ মুছে যাবে পেঁপের ব্যবহারে। মুখে যদি আপনার কোনো কালো দাগ থাকে, তাও পরিষ্কার হয়ে যাবে। তাই আপনিও নিত্যদিন পেঁপে মুখে মাখতে পারেন। কারণ পেঁপেতে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সির মতো এনজাইম থাকে, যা ব্রণের দাগ কমাতে সাহায্য করে।
৪. বর্ষাকালে এই পেঁপে মুখে ব্যবহার করলেই সারা বছর সুস্থ থাকবেন। এতে দূর হবে হাজারও রোগ। যদি আপনার বর্ষাকালে ত্বক জ্বালা করে কিংবা লাল হতে থাকে, তাহলে দেরি না করে অবশ্যই পেঁপে মাখুন। এতে মুখের ফোলা ভাব কমবে। সেই সঙ্গে আপনার ত্বক খুব নরম থাকবে।
৫. ফ্রি র ্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে পেঁপে। যেহেতু এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও লাইকোপিন থাকে, যা আপনার ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। শুধু তাই নয়, আপনার বার্ধক্য কমাতেও সাহায্য করে পেঁপে। মুখে মাখার সঙ্গে সঙ্গে আপনি স্বস্তি পাবেন।
৬. পেঁপে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আপনাকে রক্ষা করবে। সূর্যের ক্ষতিকারক রশ্মি আপনার ত্বককে যদি নষ্ট করে দেয়, তাহলে ভালো রাখতে অবশ্যই মুখে মাখতে পারেন পেঁপে। এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যা ত্বকের পোড়া দাগ কমাতে সাহায্য করে।
পেঁপের ব্যবহার বিধি
পেঁপে কীভাবে ব্যবহার করবেন, সেটি গুরুত্বপূর্ণ। একটি গোটা পেঁপে প্রথমে মাঝখান থেকে কেটে নিন। এর পর ছোট ছোট টুকরো করে কেটে তার খোসা ছাড়িয়ে ফেলুন। তারপর এক চা চামচ মধু মিষিয়ে মুখে মাখুন। এভাবে ১৫ দিন অন্তর অন্তর ব্যবহার করুন। খুব ভালো থাকবেন। আর যদি আপনার ত্বকে অন্য কোনো সমস্যা থাকে, সে ক্ষেত্রে এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন।