Logo
Logo
×

ফিচার

হজমের সমস্যা দূর করবে বিশেষ চা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম

হজমের সমস্যা দূর করবে বিশেষ চা

হজমের সমস্যা দূর করবে বিশেষ চা

ঘরে-বাইরে কাজের চাপ, উদ্বেগ, জীবনযাত্রার বদলের প্রভাব পড়ছে অনেকেরই স্বাস্থ্যে। তার উপর শরীরচর্চার অভাব, সুষম খাবারের অভাবে সমস্যা আরো বাড়ছে। শরীর নিয়ে হাজারো সমস্যার মধ্যে একটি হল হজমের গন্ডগোল। অনেক সময় তেলমশলাদার খাবার না খেলেও, পেট ফাঁপা, বদহজমের মতো সমস্যা দেখা দেয়।

দৈনন্দিন জীবনযাত্রায় নিয়ন্ত্রণ অবশ্যই সুস্থ থাকার চাবিকাঠি হতে পারে। তবে হজমের সমস্যা হলে প্রাথমিক ভাবে কয়েকটি ঘরোয়া 'চা'-য়ে চুমুক দিয়ে দেখতে পারেন, কাজ হয় কি না!

লবঙ্গ ‘চা’

হজমের গোলমাল রোধ করা থেকে হজমশক্তি বৃদ্ধি করা, লবঙ্গের গুণ অনেক। লবঙ্গে থাকা উপাদান হজমে সহায়ক উৎসেচক নিঃসরণে সহায়তা করে। এতে থাকা ইউজেনল পরিপাকতন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে। যা হজমশক্তি বৃদ্ধিতে কার্যকর। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে লবঙ্গ। এই 'চা' বানানোর জন্য, পানিতে কয়েকটি লবঙ্গ ফুটিয়ে নিলেই হবে। চাইলে এর সঙ্গে আদা যোগ করা যেতে পারে।

পুদিনা ‘চা’

বদহজমের সমস্যায় পুদিনা পাতার চা বিশেষ কার্যকর। নিঃশ্বাসের দুর্গন্ধ এড়াতেও খেতে পারেন পুদিনা চা। এই চা খেলে নিমেষেই দূর হয়ে যাবে শারীরিক ও মানসিক ক্লান্তি। সাম্প্রতিক গবেষণা বলছে, একটানা কাজ করার জন্য মনঃসংযোগ বাড়াতেও সহায়তা করে এই চা। গরম পানিতে টাটকা পুদিনা ফুটিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। এর সঙ্গে পুদিনার পাতার গুঁড়োও যোগ করতে পারেন।

জিরে ‘চা’

হজমে সহায়ক হিসেবে জিরের পরিচিতি রয়েছে। এতে রয়েছে প্রদাহনাশক উপাদান। পেটফাঁপা, গ্যাস, বদহজম দূর করতে জিরে বিশেষ উপকারী। এছাড়া উদ্বেগ কমাতে ও ভালো ঘুমের জন্যও এটি সহায়ক। পানির সঙ্গে জিরে ফুটিয়ে, তা ছেঁকে খেলে পেটের সমস্যায় উপকার মেলে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন