Logo
Logo
×

ফিচার

ছিনতাই থেকে নিরাপদে থাকার কৌশল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭ এএম

ছিনতাই থেকে নিরাপদে থাকার কৌশল

ছবি : সংগৃহীত

দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বৃদ্ধি, যেমন ছিনতাই, ডাকাতি এবং লুটপাট, সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। নিরাপদে চলাচল করতে হলে কিছু সতর্কতার পরামর্শ পালন করতে হবে।

নিরাপদ চলাচলের কৌশল: ১. জনবহুল এলাকায় চলাফেরা করুন এবং ফাঁকা রাস্তা এড়িয়ে চলুন। ২. ফুটপাতে হাঁটার সময় রাস্তার লেন ধরে হাঁটুন যেন ভবন বা গাছের আড়ালে কেউ লুকিয়ে থাকতে না পারে। ৩. অন্ধকার ও নির্জন স্থান এড়িয়ে চলাই ভালো। ৪. আত্মরক্ষার সরঞ্জাম সঙ্গে রাখুন, যেমন পিপার স্প্রে, ছোট বাঁশি, ওয়াকিং স্টিক।

মূল্যবান জিনিসপত্র ব্যবহারে সতর্কতা: ১. গহনা, দামি মোবাইল ফোন বা অতিরিক্ত নগদ টাকা সঙ্গে নিয়ে চলাফেরা করবেন না। ২. রাস্তায় চলার সময় ব্যাগ সামনে ধরে রাখুন। ৩. রাস্তায় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকুন।

ছিনতাইকারীর কবলে পড়লে করণীয়: ১. ছিনতাইকারীর কবলে পড়লে নিজেকে অসহায় দেখান বা আত্মবিশ্বাসের সাথে প্রতিক্রিয়া জানান। ২. আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। ৩. ছিনতাইকারীর আচরণ লক্ষ করুন এবং চোখে চোখ রেখে কথা বলুন। ৪. তার মানবিক দিক স্পর্শ করার চেষ্টা করুন। ৫. অস্ত্র দেখে ভয় পাবেন না এবং ভয় পেলেও তা ছিনতাইকারীকে বুঝতে দেবেন না। ৬. দ্রুত সিদ্ধান্ত নিয়ে ছিনতাইকারীকে আক্রমণ করতে সাহস না দেওয়া।

বিপদ একেবারে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, তবে সতর্ক থাকলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। সবসময় সতর্ক থাকুন, নিরাপদে থাকুন!

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন