নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৪:৩৪ পিএম
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি : সংগৃহীত
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি ‘সহকারী ক্যাশিয়ার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: সহকারী ক্যাশিয়ার
পদসংখ্যা: ০৬ (কম/বেশি হতে পারে)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নূন্যতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। গণিতে দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীকে অফিস যন্ত্রপাতি পরিচালনায় দক্ষতা এবং কম্পিউটার চালনায় পর্যাপ্ত জ্ঞান ও সন্দ থাকা বাধ্যতামূলক। বাংলায় প্রতি মিনিটে নূন্যতম ১০ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ কম্পিউটারে টাইপ করার সক্ষমতা থাকতে হবে। প্রার্থীকে সমিতির অনুকূলে ২০,০০০ টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা প্রদানে সামর্থ থাকতে হবে। যা সন্তোষজনকভাবে চাকরি শেষ হবার পর সুদসহ ফেরত প্রদান করা হবে।
প্রার্থীর বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী
চাকরির স্থান: নেত্রকোনা
বেতন: ১৮,৩০০-৪৬,২৪০ টাকা
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়াবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী ২৫/০৭/২০২৪ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর, চল্লিশা, নেত্রকোণার বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন ফি
জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক হতে ২০০ টাকা মূল্যমানের পে- অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৪।