পিলখানা হত্যাকাণ্ডে জামিন পাওয়া ১৭৮ বিডিআর সদস্যের মুক্তিতে বাধা নেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৮:১৭ পিএম
ছবি: সংগৃহীত
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় জামিনপ্রাপ্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরের (বর্তমানে বিজিবি) ১৭৮ জন সদস্যের মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
মঙ্গলবার (২১ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া তাদের জামিনের আদেশে স্বাক্ষর করেন। এর আগে রোববার হত্যা মামলায় নিম্ন ও উচ্চ আদালত থেকে খালাস পাওয়া আসামিরা বিস্ফোরক আইনের মামলায় জামিন পান।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে পিলখানা সদর দফতরে নারকীয় তাণ্ডব চালানো হয়। ওই বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন।
এ ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনী আলাদা তদন্ত কমিটি গঠন করে। দুটি কমিটিই সেনা আইনে বিচার সুপারিশ করলেও উচ্চ আদালতের মতামতের ভিত্তিতে সরকার প্রচলিত আইনেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করে।
বিডিআর বিদ্রোহের ঘটনায় দুটি ফৌজদারি মামলা করা হয়—একটি হত্যা মামলা এবং অপরটি বিস্ফোরক আইনের মামলা।
হত্যা মামলা: ২০১৩ সালের ৫ নভেম্বর হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। এতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন, ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৮ জনকে খালাস দেওয়া হয়। ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টে আপিলের রায় হয়।
বিস্ফোরক মামলা: বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামি ছিলেন। যদিও মামলাটি হত্যা মামলার সঙ্গে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল, রাষ্ট্রপক্ষ মাঝপথে সাক্ষ্য উপস্থাপন স্থগিত করে। ফলে মামলার বিচারকাজ শেষ হতে বিলম্ব হয়।
বিস্ফোরক মামলায় সাক্ষ্য গ্রহণ না হওয়ায় বেশিরভাগ আসামি দীর্ঘদিন কারাগারে ছিলেন। এরই মধ্যে হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জনের জামিন মঞ্জুর হয়েছে এবং তাদের মুক্তিতে এখন আর কোনো বাধা নেই।