ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকিকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। রবিবার (২৬ জানুয়ারি) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে লাকির বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে গত ১৫ জানুয়ারি আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ইসমাইল। রবিবার ওই আবেদনের শুনানি নিয়ে বিচারক এই আদেশ দেন।
শুনানিতে দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, “তিনি সরকারি চাকরি করতেন। চাকরি করে যা আয় করেছেন, তা তার বৈধ আয়। এর বাইরে যা আয় দেখিয়েছেন, তার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তিনি ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী।
“তার কাছে আরও অবৈধ সম্পত্তি রয়েছে। এসব অবৈধ সম্পত্তি উদ্ধার করা প্রয়োজন। তার স্বামী মতিউরেরও রিমান্ড আবেদন রয়েছে। আগামীকাল (সোমবার) শুনানি হবে। দুইজনকে একসঙ্গে রিমান্ডে নিলে ক্রস চেক করে তথ্য উদঘাটন করা সম্ভব। তাই তার ৭ দিনের রিমান্ড প্রার্থনা করছি।”
আসামিপক্ষের ওয়াহিদুজ্জামান লিটন ঢালি বলেন, “এ মামলা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ট্রায়ালে আমরা এটা প্রমাণ করব। আসামির যেকোনো শর্তে জামিন দেওয়া হোক।”
দেড় কোটি টাকার সম্পদের তথ্য গোপন এবং অবৈধভাবে ১৩ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে লাকির বিরুদ্ধে গত ১২ জানুয়ারি মামলা করে দুদক। তাকে অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে মতিউরকেও এ মামলায় আসামি করা হয়েছে।
গত ১৫ জানুয়ারি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
গত বছর কোরবানির জন্য ১৫ লাখ টাকা দামে ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। ওই পোস্টটি দিয়েছিলেন ছেলে ইফাত।
ওই সময়ে এক টেলিভিশন সাক্ষাৎকারে মতিউর বলেছিলেন, “চারবার দুদক তদন্ত করে দেখেছে, আমি কোনো দুর্নীতি করিনি।”