শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ ৪৭ জনকে খালাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১২ পিএম
ছবি : সংগৃহীত
১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ মোট ৪৭ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। খালাসপ্রাপ্তরা সবাই বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
২০১৯ সালের ৩ জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই মামলায় রায় ঘোষণা করেছিলেন। রায়ে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়।
এরপর সাজাপ্রাপ্তরা হাইকোর্টে আপিল করেন। একই সঙ্গে মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে উচ্চ আদালতে পাঠানো হয়। গত ৩০ জানুয়ারি এ বিষয়ে শুনানি শেষ হলে আদালত রায় ঘোষণার জন্য ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর শেখ হাসিনা খুলনা থেকে সৈয়দপুর যাওয়ার পথে ঈশ্বরদী স্টেশনে ট্রেনে গুলি ও বোমা হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালান।
ঘটনার পর ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। পরে সিআইডি তদন্ত করে ১৯৯৭ সালের ৩ এপ্রিল ৫২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এর মধ্যে পাঁচজন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।
রায়ের পর আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “বিচারিক আদালতের রায় ছিল প্রতিহিংসাপরায়ণ। শেখ হাসিনাকে খুশি করতেই এ রায় দেওয়া হয়েছিল। হাইকোর্ট ন্যায়বিচার নিশ্চিত করে সব আসামিকে খালাস দিয়েছেন।”