Logo
Logo
×

আইন-আদালত

প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে বাতিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে বাতিল

ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র বাতিল করার রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব এবং শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন এবং মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন।

এর আগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার লিখিত পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশিত হয় এবং ৪৬,১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। লিখিত পরীক্ষা ২৯ মার্চ অনুষ্ঠিত হয়।

৩১ অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ফলাফল প্রকাশিত হয় এবং ৬,৫৩১ জন উত্তীর্ণ হন। পরে ১৯ নভেম্বর হাইকোর্ট কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেন এবং রুল জারি করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন