Logo
Logo
×

জাতীয়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২১ গাড়ি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৪:২৩ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২১ গাড়ি

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বহন করে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য জাতীয় পতাকাবাহী ২১টি গাড়ি প্রস্তুত রয়েছে সচিবালয়ে। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বহন করে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য জাতীয় পতাকাবাহী ২১টি গাড়ি প্রস্তুত রয়েছে। এরমধ্যে একটি বিএমডব্লিউ গাড়ি রয়েছে। বিএমডব্লিউ গাড়িটি প্রধান উপদেষ্টার জন্য বরাদ্ধ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে পার্কিং জোনে রাখা হয় গাড়িগুলো।

সচিবালয় থেকে জানা গেছে, পরিবহন পুল থেকে পাঠানো গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা হয়েছে। এ গাড়িগুলো বিকেলের দিকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের বাসভবনে পাঠানো হবে। এসব গাড়িতে চড়েই তারা বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য যাবেন।

তবে এরইমধ্যে প্রস্তুত থাকা ২১টি গাড়ির মধ্যে, ১৫টি গাড়ি সচিবালয় ছেড়ে গেছে বঙ্গভবনের উদ্দেশে। কোন গাড়ি কোন উপদেষ্টার বাসায় যাবে, সেটি নির্ধারণ করা হবে বঙ্গভবনে। সেখান থেকে প্রতিটি গাড়িতে একজন করে প্রতিনিধি যাবেন বঙ্গভবনে।

ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের চার দিন কার্যত সরকার নেই দেশে। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রস্তাবে সম্মতি দেন।

এদিকে সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান গতকাল বুধবার বলেছেন, এ সরকারের উপদেষ্টা হতে পারে ১৫ জনের মত। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বঙ্গভবনে তাদের শপথগ্রহণ হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন