Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাক‌বেন ড. ইউনূস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৫:৪৩ পিএম

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাক‌বেন ড. ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাক‌বেন ড. ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ প্রস্তুত করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য। তার বসবাসের জন্য এ ভবনটিকেই বরাদ্দ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখা। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে শপথগ্রহণের পর সেখানেই যাবেন তিনি।

এইদিন সকাল থেকেই গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) তত্ত্বাবধানে জোর কদমে সাজানো-গোছানোর কাজ চলছে ভবনটিতে। ভেতরে আসবাবপত্র নতুনভাবে বসানো হচ্ছে।

তবে যমুনা ভবনের সামনে এখনো নিরাপত্তা বেষ্টনী বসানো হয়নি। সেনাবাহিনী, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাতে সম্মতি দেন। তার নেতৃত্বেই হচ্ছে অন্তর্বর্তী সরকার।

উল্লেখ্য, আগের তিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যমুনায় থেকেছেন। সবশেষ ২০০৮ সালে, এক-এগারোর পট-পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদও ছিলেন এই ভবনে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন