Logo
Logo
×

জাতীয়

আগামী সপ্তাহে ঢাকায় আসবে জাতিসংঘের তদন্ত দল : গোয়েন লুইস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০২:০২ পিএম

আগামী সপ্তাহে ঢাকায় আসবে জাতিসংঘের তদন্ত দল : গোয়েন লুইস

ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা তদন্তের জন্য আগামী সপ্তাহে ঢাকায় আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

বৃহস্প‌তিবার (১৫ আগস্ট) সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের স‌ঙ্গে সাক্ষাৎ শে‌ষে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস সাংবা‌দিক‌দের এ তথ‌্য জানান। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক পররাষ্ট্র উপ‌দেষ্টার স‌ঙ্গে আধা ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন। 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের স‌ঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের ফোনালাপের উদ্ধৃতি দিয়ে গোয়েন লুইস বলেন, তদন্ত দলকে সহায়তা করবে অন্তর্বর্তীকালীন সরকার।

গোয়েন লুইস বলেন, তদন্তের জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। স্বাধীনভাবে কাজ করবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদ‌ন্তের অর্থায়ন করবে জাতিসংঘ। এ নি‌য়ে জা‌তিসংঘ কর্মপ্রক্রিয়া ও পরিধি ঠিক করতে কাজ করছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের বরাত দিয়ে গতকাল বুধবার  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স‌ঙ্গে টেলিফোনে আলাপ ক‌রেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানান, বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় শিগগিরই তদন্ত শুরু করবে জাতিসংঘ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন