Logo
Logo
×

জাতীয়

বাড়ছে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা, শপথ বিকালে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৯:৩৬ এএম

বাড়ছে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা, শপথ বিকালে

বঙ্গভবন। ছবি : সংগৃহীত

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আকার আরও বাড়ছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন চার উপদেষ্টাকে শপথ পড়াতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে। বাকি তিনজন হচ্ছেন- অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান ও বিডিআরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বঙ্গভবনের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত ১৭। নতুন ৪ জন উপদেষ্টা শপথ নিলে এ সংখ্যা হবে ২১।

এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে ১১ আগস্ট দুপুরে বঙ্গভবনে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা। তারা হলেন- সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। সবশেষ গত মঙ্গলবার শপথ নেন ফারুক-ই-আজম।

সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদের জন্য ৪টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। তবে গাড়ির সংখ্যা দিয়ে উপদেষ্টার সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে রাখা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, কৃষি, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব।

অন্য উপদেষ্টাদের মধ্যে সালেহ উদ্দিন আহমেদকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়; অধ্যাপক আসিফ নজরুলকে আইন; আদিলুর রহমান খানকে শিল্প; হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; মো. তৌহিদ হোসেনকে পররাষ্ট্র; সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; শারমীন এস মুরশিদকে সমাজকল্যাণ; ফারুক-ই-আজমকে মুক্তিযুদ্ধবিষয়ক; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র; সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক; বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা; আ ফ ম খালিদ হোসেনকে ধর্ম; ফরিদা আখতারকে মৎস্য ও প্রাণিসম্পদ; নুরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ; মো. নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা ১৫ বছরের শাসনকালের অবসান হয়। এই দীর্ঘ সময়ে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল। সরকার পতনের আগে সপ্তাহব্যাপী চলা সংঘর্ষ-সংঘাতে ছাত্র-শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার কয়েকশ মানুষ প্রাণ হারায়। 

দেশ থেকে পালিয়ে বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। অন্য কোনো রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় না চাওয়া পর্যন্ত তিনি দিল্লিতেই অবস্থান করবেন বলে জানিয়েছে ভারত সরকার। এরই মধ্যে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারে আন্দোলনকারীদের দুজন উপদেষ্টা হিসেবে রয়েছেন। তারা হলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকার স্বল্পসময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করবে বলে আশা করা হচ্ছে। আগামী নির্বাচনের আগ পর্যন্ত ড. ইউনূসের সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন