Logo
Logo
×

জাতীয়

১৩ বছরের আগে মারধরের ঘটনায় হারুন ও বিপ্লবের নামে মামলা জয়নুলের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১০:৫৪ পিএম

১৩ বছরের আগে মারধরের ঘটনায় হারুন ও বিপ্লবের নামে মামলা জয়নুলের

হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকার। ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে। 

সোমবার (১৯ আগস্ট) বিকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

২০১১ সালের ৬ জুলাই বিএনপির ডাকা হরতাল চলাকালে জাতীয় সংসদ ভবনের সামনে পুলিশের হামলার শিকার হন সে সময়কার বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন (ফারুক)। ওই ঘটনায় আজকে করা মামলায় হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকারসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, হত্যার উদ্দেশ্যে পুলিশ তাকে (জয়নুল আবদিন ফারুক) লাঠি দিয়ে পিটিয়ে এবং বুট দিয়ে লাথি দেয়। পরদিন সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন