এস আলমের বিদ্যুৎকেন্দ্রে ছুরিকাঘাতে সাবেক সেনা কর্মকর্তাসহ দুইজন নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে ‘ছুরিকাঘাতে' দুই নিরাপত্তাকর্মী মারা গেছে। রবিবার রাত ২টা ৫০ মিনিটে ওই বিদ্যুৎকেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ।
বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বিদ্যুৎকেন্দ্রে চুরি করতে আসা দুজন লোক পালোনোর সময় সারওয়ার আলম ও রাশেদ বাধা দিতে গেলে তাদের ছুরি দিয়ে গুরুতর আঘাত করে পালিয়ে যায় চোররা। আহতদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের সুরতহাল প্রস্তুত করে পোস্টমর্টেম রিপোর্টের জন্য চট্টগ্রাম মেডিকেলে মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
তিনি জানান, নিহত সারওয়ার আলম (৫১) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার। বর্তমানে তিনি এসএস পাওয়ার প্লান্টের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি ইনচার্জ। অন্যজন রাশেদ জাওয়ারদার (২২) এসএস পাওয়ার প্লান্টের নিরাপত্তা রক্ষী। সারওয়ার ফরিদপুরের নগরকান্দা থানার তালমা গ্রামের আব্দুর রহমানের ছেলে। রাশেদ রাজবাড়ীর পাংশা থানার সর্বনখোলা গ্রামের আবদুর রাজ্জাক জওয়ারদারের ছেলে।
উল্লেখ্য, চীনের নির্মাণ প্রতিষ্ঠান সেপকো থ্রি এর সঙ্গে যৌথ উদ্যোগে ২ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গোপসাগরের তীরে ১ হাজার ৩২০ মেগাওয়াটের এসএস পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ।