Logo
Logo
×

জাতীয়

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

দেশের গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়, যা শুরু হয় বেলা সাড়ে ১১টায়।

বৈঠকে দেশের বিভিন্ন শীর্ষ পত্রিকার সম্পাদকরা অংশ নিয়েছেন। উপস্থিত সম্পাদকদের মধ্যে আছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউ এজের সম্পাদক নূরুল কবির, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম এবং বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ অন্যান্য গণমাধ্যম ব্যক্তিত্বরা।

বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সরকারের সঙ্গে গণমাধ্যমের সহযোগিতামূলক সম্পর্ক কীভাবে আরো সুদৃঢ় করা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষায় যে প্রতিশ্রুতি দিয়েছে, এই বৈঠককে সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে। বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সঙ্গে এই মতবিনিময়ের মাধ্যমে সরকারের পরিকল্পনা ও নীতিমালা নিয়ে খোলামেলা আলোচনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠক গণমাধ্যম ও সরকারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এবং বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন