Logo
Logo
×

জাতীয়

বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানালো ঢাকা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ পিএম

বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানালো ঢাকা

স্বর্ণা দাস। ছবি : সংগৃহীত

মৌলভীবাজার জেলার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এক বাংলাদেশি কিশোরীকে হত্যায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে প্রতিবাদপত্রটি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার স্বর্ণা দাস নামে ১৩ বছর বয়সী বাংলাদেশি কিশোরীকে গুলি করে হত্যা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদপত্রে এমন ধরনের নির্মম হত্যা কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।

বাংলাদেশ সরকার মনে করিয়ে দিয়েছে, সীমান্ত হত্যাকাণ্ডের মতো ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক। এই ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য বাংলাদেশ-ভারত যৌথ নির্দেশিকা, ১৯৭৫-এর বিধানের লঙ্ঘন।

এমন জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন