Logo
Logo
×

জাতীয়

সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১ এএম

সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। ফাইল ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে গোপন সূত্রে খবর প্রেয়ে যৌথ বাহিনীর এক অভিযানে ধানমণ্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে সেটি জানা যায়নি। তার বিরুদ্ধে পরিবহণ খাতে চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ রয়েছে।

শাজাহান খান ও তার ভাই, ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের তথ্য রয়েছে। 

এর আগে অনিয়ম, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাজাহান খানসহ পাঁচ মন্ত্রী, এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২০ আগস্ট এ সংক্রান্ত অনুমোদন দেয় দুদক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন