Logo
Logo
×

জাতীয়

লাশ পোড়ানোর ঘটনায় ডিবি পুলিশ কর্মকর্তা আরাফাত রিমান্ডে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম

লাশ পোড়ানোর ঘটনায় ডিবি পুলিশ কর্মকর্তা আরাফাত রিমান্ডে

লাশ পোড়ানোর ঘটনায় ডিবি পুলিশ কর্মকর্তা আরাফাত রিমান্ডে

লাশ পোড়ানোর ঘটনায় আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকা জেলার উত্তর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন আরাফাত হোসেনকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবী তা বাতিল চেয়ে জামিন আবেদন করেন।শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউস সানী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ১০ নং আসামি হলেন আরাফাত হোসেন। এরপর রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৪।

মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. মো. সাজ্জাদ হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন