Logo
Logo
×

জাতীয়

আনসারকে পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম

আনসারকে পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি দক্ষ, সুসংগঠিত ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আনসার বাহিনীকে আধুনিক ও সময়োপযোগী করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ৪০তম বিসিএস (আনসার) ক্যাডার ও ২৫তম ব্যাচের (পুরুষ) রিক্রুট সিপাহি প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে আনসার বাহিনীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে বাহিনীটির সদস্যরা সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।

তিনি জানান, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, কূটনৈতিক এলাকা এবং বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনী বিশেষ ভূমিকা পালন করছে। বিশেষ করে, আনসার গার্ড ব্যাটালিয়ন ঢাকার বিভিন্ন থানার নিরাপত্তা নিশ্চিত করছে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ভিডিপি সদস্যরা দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তায় আরো বড় অবদান রাখবে, বিশেষ করে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি রক্ষায় তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন