Logo
Logo
×

জাতীয়

মেট্রোরেল চলাচল স্বাভাবিক হলো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ পিএম

মেট্রোরেল চলাচল স্বাভাবিক হলো

ছবি : সংগৃহীত

অবশেষে প্রায় ১১ ঘণ্টা পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল। এখন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ট্রেন চলছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। 

এতে উল্লেখ করা হয়, কারিগরি ত্রুটি সমাধানের পর এদিন রাত ৮টা ২৫ মিনিট থেকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ৯টা ৪০ মিনিটে আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ৪৩০ নম্বর পিলারের কাছে ভায়াডাক্ট প্যাড সরে গিয়েছিল। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি আরো বলেন, পরে নতুন প্যাড সংযুক্ত করা হয় সেখানে। ফলে পুনরায় মেট্রোরেল চালু করা সম্ভব হলো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন