Logo
Logo
×

জাতীয়

নিউইয়র্কে একান্ত বৈঠক হচ্ছে না মোদি-ইউনূসের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ এএম

নিউইয়র্কে একান্ত বৈঠক হচ্ছে না মোদি-ইউনূসের

ছবি : সংগৃহীত

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে তার। এছাড়াও একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে মুখোমুখি বৈঠকের কথাও রয়েছে প্রধান উপদেষ্টার।

তবে, এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইউনূসের বৈঠক অনিশ্চিত। নিউইয়র্কে অধিবেশনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত বৈঠক হবে কি না, সেটি নিশ্চিত নয়।

গত ৫ আগস্ট প্রবল জনবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন।

এদিকে, বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। প্রধান উপদেষ্টা ড. ইউনূস একাধিক বার শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে থেকে তার বিবৃতির প্রসঙ্গ তুলে কথা বলেছেন। বিষয়টি ভালো ভাবে নেয়নি দিল্লি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ঢাকা-দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। এই টানাপোড়েন থেকে হয়তো উভয়পক্ষ চাইছে না নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক হোক।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে, নিউইয়র্কে অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান। শুধু তা-ই নয়, নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক না হওয়ার বার্তাও দিয়েছে দেশটির গণমাধ্যম। তবে, ঢাকা ও ভারতের সংশ্লিষ্টরা এখনো বিষয়টি স্পষ্ট করেনি।

মোদির সঙ্গে বৈঠক চাওয়া নিয়ে ঢাকার এক কূটনীতিক বলেন, ভারতীয় গণমাধ্যমে বৈঠক চাওয়া নিয়ে যখন সংবাদ করেছে তখনো আমরা জানতাম না নরেন্দ্র মোদি নিউইয়র্কে যাবেন কি না। উনি যাবেন কি যাবেন না, সেটি নিশ্চিত না হয়ে তো বৈঠক চাওয়া যায় না।

ভারতের প্রধানমন্ত্রী যে নিউইয়র্কে যাচ্ছেন, তা এখন নিশ্চিত। ইতোমধ্যে ঢাকার পক্ষ থেকে বৈঠক চাওয়ার প্রশ্নে কৌশলী জবাবে এ কূটনীতিক বলেন, বেশিরভাগ সময়ে দেখা যায় গুরত্বপূর্ণ বৈঠক শেষ মুহূর্তে এসে ঠিক হয়।

এদিকে, বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক নিয়ে স্পষ্ট বার্তা দেননি। এ প্রসঙ্গে কৌশলী জবাবে মিশ্রি বলেন, অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে। তা নিয়ে আলোচনা চলছে। সবকিছু নির্ভর করছে উপযুক্ত সময়ে নেতাদের উপস্থিতির ওপর। কার কার সঙ্গে বৈঠক হবে, তা চূড়ান্ত হলে বলা যাবে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, নিউইয়র্কে মোদি যাবেন কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছিল ঢাকার তরফ থেকে। সেজন্য আগ বাড়িয়ে মোদির সঙ্গে বৈঠক চায়নি ঢাকা। এখন মোদির যাওয়া নিশ্চিত হওয়া গেছে। এখনো বৈঠক নিয়ে সেই অর্থে প্রস্তুতির ইঙ্গিত মিলছে না। 

আগামী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে একটি সংবর্ধনার আয়োজন করছে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন। সেখানে অংশ নিতে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে তারা। প্রতিনিধি দলের প্রধান হিসেবে অনুষ্ঠানে আমন্ত্রণ থাকছে নরেন্দ্র মোদিরও।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন