সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৪:২৪ পিএম
সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। রবিবার দুদকের আবেদনে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, সাবেক মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি আব্দুর রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এই অনুসন্ধান চলমান অবস্থায় তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই তার বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করা হয়। শুনানির পরে আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।
উল্লেখ্য, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১০ জানুয়ারি ২০২৪ তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসাবে আব্দুর রহমানকে নিয়োগ দেয়া হয়।