Logo
Logo
×

জাতীয়

এনআইডি সংশোধন নিয়ে নতুন তথ্য জানালো ইসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ পিএম

এনআইডি সংশোধন নিয়ে নতুন তথ্য জানালো ইসি

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ১০ বছরের বেশি সংশোধন চাইলেই সেই আবেদন সফটওয়্যারের মাধ্যমে অটোম্যাটিক ডিজির ক্যাটাগরিতে চলে যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৮ অক্টোবর) এনআইডির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আবেদনকারী বয়সে ১০ বছরের বেশি সংশোধন চাইলে সেক্ষেত্রে ক্যাটাগরির বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। সংশোধনের আবেদনে যদি বয়সে ১০ বছরের বেশি পরিবর্তন থাকে তাহলে ওই আবেদন দাখিলের সঙ্গে সঙ্গেই সেটি অটো ক্যাটাগরি হিসেবে ক্যাটাগরি ‘ঘ’ সিস্টেম থেকে অ্যাসাইন হয়ে যাবে- এমনভাবে সফটওয়্যার আপডেট করা হয়েছে।

আরিফুল ইসলাম আরো জানান, বয়সে ১০ বছরের বেশি কেউ পরিবর্তনের জন্য আবেদন করলে (সঙ্গে অন্য কোনো ফিল্ডের সংশোধন থাকুক বা না থাকুক) তার আবেদনটির জন্য ম্যানুয়ালি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ক্যাটাগরি করার প্রয়োজন হবে না। তা সিস্টেম থেকে অটো ক্যাটাগরি হিসেবে ‘ঘ’ ক্যাটাগরিতে (অর্থাৎ মহাপরিচালকের ক্যাটাগরি) অ্যাসাইন হবে। তারপরে ডিজি প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে আবেদন নিষ্পত্তি করবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন