Logo
Logo
×

জাতীয়

ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবে: জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম

ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবে: জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ভোলার ইলিশা গ্যাসক্ষেত্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ২০২৫ সালের মধ্যে ৫টি এবং ২০২৮ সালের মধ্যে ১৪টি কূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের। নির্দিষ্ট কোম্পানি নয়, উন্মুক্ত প্রতিযোগিতায় যোগ্যদের খননের দায়িত্ব দেয়া হবে।

গ্যাসনির্ভর শিল্পাঞ্চল গড়ে উঠলে ভোলাবাসী উপকৃত হবে। দেশে সংকটের কারণে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকার গ্যাস আমদানি করতে হয় বলে জানান এই উপদেষ্টা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন