নির্বাচন নিয়ে সরকার চাপহীনভাবে কাজ করছে : খাদ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম
খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো যতই কথা বলুক সরকার চাপহীনভাবে তার কাজ করছে বলে জানিয়েছেন, খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বোঝাপড়া ও ডায়ালগ চলছে।
সোমবার (১১ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার আড়াই মাস পর খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রবিবার (১০ নভেম্বর) নতুন করে ৩ উপদেষ্টা শপথ নেয়া উপদেষ্টাদের দপ্তর বণ্টন এবং পুরনোদের পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। জারি করা ওই প্রজ্ঞাপনে তাকে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়। এর আগে ১২ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আলী ইমাম মজুমদার। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আলী ইমাম মজুমদার বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকলে উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।