নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তরই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য: শিল্প উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:৪২ পিএম
ছবি: সংগৃহীত
নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোরের লালপুরে নর্থবেঙ্গল চিনিকলের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার অনেক কিছু করে দেবে, সেটা সম্ভব নয়। সরকারের উদ্দেশ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তখন তারা এগুলো এগিয়ে নেবে।
তিনি বলেন, দেশের চিনিকলগুলো আবারও সচল করা হবে। চিনির উৎপাদন বাড়িয়ে আমদানি কমিয়ে আনাই সরকারের লক্ষ্য।
এসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নর্থবেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে নর্থবেঙ্গল চিনিকল ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।