সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেয়ার তারিখ নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব আগামী ৩০ নভেম্বরের মধ্যেই জমা দেয়ার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রবিবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণীর তথ্য গোপনীয়তার স্বার্থে সীলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। সম্পদ বিবরণী দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৪।