Logo
Logo
×

জাতীয়

তিতুমীর শিক্ষার্থীদের অবরোধে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

তিতুমীর শিক্ষার্থীদের অবরোধে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ফাইল ছবি

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে করে ঢাকার সঙ্গে সারা দেশের অধিকাংশ রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার পর রেল যোগাযোগ বন্ধ হয়।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। অবরোধ তুলে নেওয়া না পর্যন্ত রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে না।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা জামালপুরের তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস থামিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।

পরে ট্রেনটি সেখান থেকে গন্তব্যের দিকে যায় বলে জানান তিনি।

দুপুর ১২টা ৭ মিনিটে শিক্ষার্থীরা আরেকটি ট্রেন আটকায়। পরে সেটি সেখান থেকে ট্রেনটি তেজগাঁও স্টেশনের দিকে চলে যায়।

এর আগে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মহাখালী রেললাইনের ওপর অবস্থান নেন। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন