শেখ হাসিনার পক্ষে আইনী লড়াই করতে চান জেড আই খান পান্না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০২:১০ পিএম
শেখ হাসিনার পক্ষে আইনী লড়াই করতে চান জেড আই খান পান্না
শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন উল্লেখ করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেছেন সুযোগ পেলে তিনি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রুবেল নামের একজনকে হত্যার মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিনের পক্ষে বৃহস্পতিবার শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। তবে রাষ্ট্র পক্ষের আবেদনে মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই আদেশের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন আইনজীবী জেড আই খান পান্না।
এসময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করবেন বলে জানান আইনজীবী জেড আই খান পান্না। এসময় তিনি বলেন, ‘শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন।’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সারাদেশে তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা হয়। গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।