Logo
Logo
×

জাতীয়

কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১০:২৭ পিএম

কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পট পরিবর্তনের পর কর্মস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন পুলিশের অনেক সদস্য। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দফায় দফায় তাদের কাজে ফেরানোর চেষ্টা করা হয়। এরপরেও ১৮৭ জন পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি। এর মধ্যে সর্বোচ্চ ১৩৬ জন কনস্টেবল।

তাদের বেতন-ভাতাও বন্ধ করে দেয়া হয়েছে। অন্যান্য আইনি ব্যবস্থা নিতে থানায় মামলাও করা হচ্ছে পলাতকদের বিরুদ্ধে। শনিবার (২৩ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশের যেসব সদস্য কর্মস্থলে এখনও যোগ দেননি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। পলাতক থাকা সদস্যদের গ্রেপ্তারে পুলিশের আলাদা টিমও গঠন করা হয়েছে। তারা যেন বিদেশে পালাতে না পারেন সে জন্যও পাসপোর্ট বাতিল করা হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, পলাতক ১৮৭ সদস্যের মধ্যে একজন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি সাত জন, দুই জন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার একজন, সহকারী পুলিশ সুপার পাঁচ জন, পুলিশ পরিদর্শক পাঁচ জন, ১৪ জন এসআই ও সার্জেন্ট, ৯ জন এএসআই, নায়েক পদের সাত জন এবং ১৩৬ জন কনস্টেবল রয়েছেন। 

এর আগে কাজে যোগদানের জন্য পুলিশ সদস্যদের জন্য সময় বেধে দেয়া হলেও এসব সদস্যরা সরকারের ডাকে সাড়া দেননি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন